বিদ্যালয়ে পড়লে শিক্ষিত হবে,
এমটা সত্য নয়।
তবুও সবাই উচ্চ স্বরে,
শিক্ষিত তারে কয়।
রাজনীতি করে সে-
নেতা সবাই কয়,
চুরি- ডাকাতি সব করে,
আসলে নেতা নয়।
অফিস পাড়ায় বড় সাহেব,
পারিশ্রমিক সে চায়,
অফিসার তুমি সত্য-
চিহ্নিত ঘুস খোরের ন্যয়।
সমাজপতি, বিচারপতি
সবাই ঘুসের দালাল,
সমাজটা ধ্বংসের পথে-
দেশ হবে যে তল।
ক্ষমতাবানের আশ্রয়ে,
অন্যায় কাজ চলে,
তবুও মানুষ ক্ষমতা দেয়-
ফাঁপি অত্যাচারীর তরে।
স্বার্থের চেয়ে বড় দেশ,
করি সত্যের "আহ্বান"
দেশকে ভালোবেসে সবাই,
বাঁচাও দেশের সম্মান।