ফাল ভাঙা হালের অপদার্থতা তোমাকে
ভালো লাগেনি।আনন্দ দেয়নি
গরু শূণ্য গোয়াল
তাই হরিহরের গোয়াল ঘর
থেকে এনেছো
আমাকে বিচ্ছিন্ন করে।
পাতা কুড়ানো বিকেল,শিশির
ভরা সকাল,ভাত ঘুমের দুপুর
সব জায়গায় সময় প্রতিবিম্বের
গাছড়া বড়ি দিয়ে
আবার ফেরালে তুমি।
সব পুড়িয়ে দিলে তুমি।
মিথ্যা খেয়া বেয়ে
না এগোলে, না পিছলে
ঠায় দাঁড়িয়ে রইলে এক জায়গায়।
স্বপ্নের গাদাগাদি ঠাসা
জারে ধরে রাখতে পারলে
না কথা।
হাটে ভাঙলে হাঁড়ি
জল শুনল,বাতাস বুঝল
আর লম্ব দুপুরের সূর্যতো
রেগে মেগেই একাকার।
ভালো লাগছে না তাদের নির্জলা ভালোবাসা
শৈত্য সকালের ঘ্যান ঘ্যনে
আদিমতার মতোই
বাসি হয়ে গেছে সব,
স্বাদ বিহীন সুগার
ফ্রি ক্রীম ক্যাকার-