আমার শালুক
গল্প জানে পদ্ম পাতার।
স্বপ্ন বাঁধার গল্প জানে
আমার শালুক। বহু বছর গল্প বলে
বদলে গেল ছন্দ তাল। কেউ তো
নেই হাতের রেখায়
একলা বাড়ে জন্মদিন । দিন হেঁটেছে
নামতা রেখায়
কান্না হাঁটে চাঁদের দেশে।
হাঁটতে হাঁটতে হাফাতে হাফাতে
রোদের জামায়
নতুন বোতাম।
খুদ খুড়ো ছাই মোমের দেশে
বরফ মনের ভালোবাসা।
গলতে থাকে প্রজাপতি মন
গলতে থাকে ময়ূরী বিকেল
বইএর তাকে হলুদ আলো
জমতে থাকে খুদ খুড়ো ছাই।
নিয়ন আলোর গোলাপ জলে
ধুয়ে নিচ্ছি মহাকাব্য
গল্প ধুচ্ছি, কামান বারুদ
ঘাম ধুচ্ছি কাম ধুচ্ছি
নিকিয়ে নিচ্ছি ময়ূরী গ্রীবা।
ভাল্লাগে না রোদেলা আকাশ।
একলা মনের জানালা
ধরে দাঁড়িয়ে থাকি।
দাঁড়িয়ে থাকে আলো ছায়া
অমল নামের বালক হয়ে...