কবিতা'ই কাল এনেছিল যুবক কবির ।
প্রেমিকা পোড়া ইটরঙা
গাল করে বলেছিল -
"দু 'পাতা কবিতা শোনালেই হবে না..."


প্রেম এখন ইতিহাস । যুবক কবি
শশ্মানে শান্তি খুঁজবে
নাকি নিজের কবরে চাষ করতে
বলবে গোলাপ ফুল
সময় হাতড়ে উত্তর পায় না । বিশ্বাসরা
বহমান নদীর মত
হলেই যে বিপদ - কবি এখন ভুল বুঝতে পারে ।
পবিত্র প্যালেস্টাইনে পবিত্রতা
খুজে পাইনি - এমন ই বোকা এবং
পাগল কবি যে তার
নিজের আবেগ নিয়ন্ত্রিত
হাতে ধরা কুড়ুলেই কেটে ফেলেছিল নিজের পা ।


বিগত বছরে ভালোবাসার জারণ বিজারণ
বিক্রিয়ার প্রশম ক্ষণ নির্ধারণ করতে
না পারা কবি এখন ভয়
পায় কাটা গাছে
জল দিয়ে লাভ ক্ষতির অঙ্ক কষতে ।