পূন্যার্থীর ভিড়ে শেষটাই আর অপরাধীদের প্রথমে-
চলছে নৌকা তুলছে যে ঢেউ
কত ভুল মেখেছি জীবনে?

দুধ ভাত খাব-খাওয়াবো বলে মদ মাতালের পথে হাঁটছি-
গড়া এ দেশ বিদ্বেশ বিষে
গাইতি খুচিয়ে ভাঙছি ।

জানি এ ভুল চড়াবে শুল তবু মাথা রাখি ঠান্ডা-
লুকিয়ে মিথ্যা উচু করে রাখি
মেকি সত্যের ঝান্ডা ।

বিদ্রোহী বিপ্লবী কিছু নয়,চোরা পথে করি কারবার-
প্রশাসন কিছু চাটছে তলা
হচ্ছি বিকার,করছি আমি নোংরামির'ই নারী পাচার ।

নোংরামি নয়,সব সুন্দর! আহার দেয় যে লক্ষী-
ফুটো থালা হাতে ঘুরত যারা
আজ তারা আমার রক্ষী ।

কাজ পেয়েছি, কাজ দিয়েছি হোকনা সে কালোপথ-
সাদা পোষাকে চুরি করে আমি
গড়ছি ইমারত,চড়ছি বিলাস-রথ ।