বন্ধু! আমার শরীরের মতো
তোমার শরীরের শিরায় শিরায়ও তো
মৃত্যু ভয়ের স্যাকারিন!
বিরক্তির ডায়াবেটিস
আর দুঃস্বপ্নের ইনসুলিন
নিয়ে তো তোমারও জীবন!

জানি, মরনেই শান্তি আসবে
শক্ত হবে শরীর।

কিন্তু তার আগে কি তুমি
পারবে না-
অবিনস্ত চুলেও আটকানো
সময়কে বাঁচাতে
সর্তক সাইরেনে?

পারবে না-
লালসার লাল চোখ গুলোকে
উপড়ে নাম না জানা
কোনো নক্ষত্র-ভূমিতে
পুতে ফেলতে?

পারবে না-
নাটকীয় কাদা ছোড়াছুড়ির মঞ্চগুলিকে
নিষ্পাপ শিশুর
হাসি দিয়ে মোড়াতে
ভালোবাসা দিয়ে পোড়াতে?

ফোটাতে ফুল,
ঝরাতে ভালোবাসার বারিধারা
উড়াতে শ্বেত পায়রা
আর উচাতে অলিভ কান্ড?

যদি পার-
বন্ধু। তবে
সুখে থাকতে পারবে, সুখে রাখতে পারবে
ভালোবাসতে পারবে, ভালোবাসাতে পারবে।