বহুদিন হল ঘর বাঁধার সংজ্ঞা মুখস্ত করিনি।
হাতের চেটোয় নিইনি
ঘরোয়া ভাতের ঘ্রাণ বহুদিন থেকে।


কলমি ফুলের মত নিষ্পাপ কোনো দিনের
কথা ভেবে বহুদিন হল শিউরে উঠিনি আর।


আমার কান্না পায়নি বহুদিন। বহুদিন হল
ব্যার্থ পুরুষের পোর্টফোলিও
বওয়া বিষন্ন বুক হইনি আমি ।


হৃদয়ের সাথে হৃদয় জুড়ে দিয়ে
ভালোবাসার কলম-চারা পুঁতিনি বহুদিন থেকে।


দুই চোখে এক সূর্য আগুন এনে
বহুদিন কোনো নারীকে বলতে
শুনিনি, ' তোমাকে ভালোবাসি না এখন আর।'