ধুলোয় ধুয়ে গেছে অনেক কবি, অনেক
কবিতা ঠোঙা হয়ে ঘুরেছে
পথে-পার্কে। পাঠ্য
বইয়ের দুই মলাট মাঝে
জায়গা হয়নি
তাই তারা এখন বিপরীত
ঘোড়ার ডিম!
সমাজ-সম্মান-স্যালুট কিচ্ছু
পাইনি, শুধুই পাতার
পর পাতা ভেবে খেয়েছে সময়, নেয়েছে
ঘামে। কিন্তু দাম??
থেঁতলে যাওয়া বেগুন টম্যাটোর
মতোই অপাঙ্তেয়-অচিন।