শৈশবের এলবাম


মুহাম্মদ হুসাইন বিল্লাহ


তারুণ্যের বাধ ভাঙ্গা উচ্ছাস উচ্ছলতা
খালি পায়ে মেঠো পথে উদভ্রান্ত টেনের আদলে দৌড়ানো
আর এবাড়ি ওবাড়ির নারকেল ভাঙ্গা সেইসব স্মৃতি গুলো আজ বেশি মনে পড়ে।।
কানামাছি ভোঁভোঁ আর গ্যাদন খেলার মচকা ব্যথা সাথে মায়ের মিষ্টি বকুনি
গরমে পানিতে দূরান্তপনার দিন গুলি
আজ বক্সবন্ধী এলবামে শুধু স্মৃতি।।
বৃষ্টিভেজা মৌসুমি দিনে ভয়াল ঝড়ে আম কুড়ানো আর আর বন্ধুদের ঝগড়া ঝাটি
ফুটবল পেটানো সন্ধ্যায় বাড়ি ফেরা।
খাওয়ার টেবিলে ভাইবোনের চিমটে মারা
আর মায়ের চোখ রাঙ্গানি আজ শুধুই স্মৃতি।।
ঈদের দিনের অল্প সেলামি আর পাড়া বেড়ানোর দোষে আব্বার বিচার আর দেখিনা
ভার্সিটির বারান্দায় উদাসীন দাঁড়িয়ে থাকা আর কাধে মেয়েলী স্পর্শে কেপে ওঠা,
সাথে মধুময় হাসি আজ সত্যিই স্মৃতি।।