অবুঝ শূন্যতা


মুহাম্মদ হুসাইন বিল্লাহ
তাং ০৪-০২-২০১৮ খ্রি:


তোমার দেখায় এক সময় আমি দেখতাম
তোমার ছায়ায় আমি তোমায় খুঁজে পেতাম
তোমার রসনায় আমি তৃপ্তিবোধ করতাম
আমি তোমার চোখেই আমার স্বপ্ন দেখতাম।


তোমার আখিপাতের অশ্রুবাণ
আমার চোখ ফুঁড়ে বেরুতো নোনতাজল
তোমার স্বপ্নের পৃথিবীর জন্য আমি ভেবে চলি সারাক্ষণ।


আমি তোমার সেই মুক্তাঝরা হাসির ঝলকে আর খুঁজে পাইনা সান্তনার ফোয়ারা।
সেই বিড়ালীপোনা আর রুম কাপানো হল্লাচিল্লা এখন আর দেখিনা।এখন তুমি ছাড়া আর ঘুমাতে পারিনা!


সেই রাত অব্ধি জেগে এখনো মোবাইলের কি-বোর্ড টেপাই আমার উপয়।
আমি জানি তোমার সেই বিশ্বাসের হাত সংকুচিত হতে শুরু করেছে।
অথচ তোমার সেই অশ্রুঝরা শফত তুমি ভুলে গেছো।আজ তুমি অনেক দূরে থাকলে আসলে আমার থেকে একটুও দূরে নও।
আমার রক্তে মাংসে তুমি মিশে আছো শিরা উপশিরার ন্যায়।


আমার ধমনীর নড়াচাড়া তুমি আর দেখোনা
আমার স্বপ্নভঙ্গ তুমি বোঝোনা
আমার চিরায়ত আকুলতা তোমার কর্ণ কুহুরে প্রবেশ করেনা।


আমার এই অবুঝ শূন্যতা শুধুই রোদন করে
আমার ব্যর্থতার গ্লানি আমি মুছে ফেলতে পারিনা।তুমি এই শূন্যতা খোরাক হবে তাকি কখনো বলেছিলে?
অথচ আজ সেই মৃত্যুর ন্যায় সত্য আমার অবুঝ শূন্যতা।