মুহাম্মদ হুসাইন বিল্লাহ


ক্ষুধার্ত অন্ত্রনালী, প্রাণ আজ ওষ্ঠাগত-
একফোঁটা সত্যের অপেক্ষায় চৌচির!
সভ্যতার ডানাকাটা উচ্ছাস,
আর দুনিয়া কাপানো, মন মাতানো-
মাতোয়ারা হাসি-যুদ্ধের ভয়াবহতায় তিরোহিত!
গোলাবারুদের ছেলে খেলায় মত্ত
জাগতিক প্রাচুর্যের মোহে!
ছোট্ট খেলাঘর ছাঁয়াহ্রদে নেই মনুষ্যত্ব।
ভয়াবহ গোলাবারুদের বিকট গন্ধে
ঝলসানো নাড়িভুঁড়ি আর পোড়া কলিজা
রক্তের খোরস্রোতে ভেসে বেড়ানো কান্নার নোনাজল
আর কিছু বেদনার্ত ভারি নি:শ্বাস,
জানি সভ্যতার আহার!
জানি, স্টেনগানের উর্ধমুখি ধোয়া-
খেই হারানো বিমানের মিসাইল;
অবাধ্য আনুবিক ক্ষেপণাস্ত্রর ঝনঝনানি
সভ্যতার পূর্ণতা দেয় প্রাচুর্য -
যেখানে মুখ থুবড়ে পড়ে থাকে মানবতা!
নিত্যদিনের প্রশংসাপত্রর কাটিং
সভ্যতার সনদ বিবেচিত -
অথচ নিরিহ জনগোষ্ঠীর শোকার্ত হৃদয়ের
আকুতিই সভ্যতার খোরাক জন্মদেয়।
সভ্যতা -এখনো ক্ষুধার্ত।
এখনো ক্ষুধার্ত সভ্যতা!