মুহাম্মদ হুসাইন বিল্লাহ


তাং ১৩-০৫-২০১৭ খ্রি:
আমার ক্রমশ দূর্বল হতে থাকা দেহে জ্বলছে অনির্বাণ অগ্নিশিখা
জ্যান্ত দেহ যেন আজ জলন্ত অঙ্গার।
মানবতার পিঠে আজ শয়তানি পশু করেছে ভর।
মানব হৃদয় আজ মরু হাহাকার।
চারিদিকে শুধু অন্যায় অবিচার আর মজলুমের আর্তচিৎকার
বাচাও বাচাও আমার।
আমার জ্যান্ত দেহ আজ পুড়ে পুড়ে ছারখার।
আমার খোলা চোখ প্রত্যক্ষ করছে ভূ-পৃষ্ঠ আজ মর্ত নরক!
আগুনের লেলিহান শিখা যেখানে আনন্দের উপাদান
আর পাহাড়ি শৃঙ্গার যেখানে নাটকের রঙ্গমঞ্চ
সেখানে আমার জ্যান্ত অঙ্গার বলে স্বর্গ বেহেস্ত উবে যাক।
রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে যারা পাঠ করে মানবতাবাদী বাইবেল,
কোটি কোটি বনি আদমের নরমুণ্ড -আর ভস্মিত দেহ উপহাসের পরিভাষায় বলে
কোথা সে হাইড্রোজেন(পরমাণু বোমা)
কান্নার জলচ্ছ্বাসে ভাসি আমি-আমার জলন্ত দেহ,
আমার অন্তর্লোক আজ বিধ্বস্ত পাহাড়ি স্বরুপে দাঁড়িয়ে
মানবতার জঘন্য পরাজয়ে স্তব্দ ভাবাবোধ!
হে আকাশ, অন্তরিক্ষ স্বর্গ নরক!
আমায় ভাববার বিষয়াদি আর চিরন্তন বুনিয়াদ আমাকে শিখাও বিধ্বংসী শব্দমালায়-
যেখানে প্রভাতফেরী উদিত সূর্যের প্রতিক্ষায় চেয়ে থাকে প্রতিটি মহাকাল।
আমার দেহের প্রতিটি ক্ষুদ্র কণায় বাজছে প্রতিবাদী জ্বালাময়ী সুর
পৃথিবীর রন্দ্রে রন্দ্রে বইছে আত্মার প্রাচুর্যহীন খোর স্রোত আর প্রকৃষ্টহীনতার মহা উৎসব!
যার কিনারে দাঁড়িয়ে আমি উপলব্ধ করি
"পৃথিবী" এক জীবন্ত শ্মশান।