এই তো সেদিন ভোরে,কোলাহল মুক্ত লগ্নে
হঠাৎ কেমন এক বিকট আওয়াজ,আমি নিস্তব্ধতায় জেগে উঠলাম
কেমন এক আতঙ্কিত স্বরে কহিলাম কে?
আড়াল থেকে কেহ বা বলে উঠলো ভয়,ভয়,ভয়।
আমি মোটেও ভয় না পেয়ে আবারও কহিলাম কে?
আবার সেই একই আওয়াজ
কিছুটা ভয়,খানিকটা আতঙ্ক
একবার নয়,দু বার নয় বহুবার সেই একই আওয়াজ
সেই একই ধ্বনি,প্রতিধ্বনি।
আতঙ্ক যেন হঠাৎ কেটে গেলো
সেই আওয়াজ, সেই ধ্বনি,প্রতিধ্বনি কিছুই আর শোনা হলো না
হঠাৎ বাহিরে তাকাতেই চোখে পড়ল
পূর্ব দিগন্তে রক্ত লাল বর্ণের প্রভাকর,
সে যেনো জানান দিয়ে বলছে
"জাগো হে আগামীর প্রজন্ম জাগো,স্বপ্ন নয় চক্ষু খুলিয়া বাস্তবকে দেখো"
কোলাহল মুক্ত লগ্নে, আবার এতো কোলাহল কেনো?
তবে কি তা আগামীর বার্তা!
জাগো আগামীর কর্ণধার,
জাগো জাগো জাগো
ভয় নয় অতীত ভুলে সামনে এগিয়ে চলো।