হোঁচট খেয়েছি কবে
সাক্ষী রাখিনি; তুমি-
ইশারায় ডেকে যাও
নদীর উজানে !


সোহাগ জড়ানো ঠোঁটে
হারাবার খুব ভয়;
গঙ্গার প্রভাত স্নানে-


ফাহমির নামে ধরে যদি
হলুদ পাপড়ি গায়-
মিলনের গান;
দাহন সমান, ( কোন )


হোলি উৎসবে তার
সারা গায়ে রঙ ঝরে;
ইলশেগুঁড়ির মতন-
নগরীতে ফিরে প্রাণ ।


১৭০৩২০১৭
প্রফেসর'স লজ।