অমন হেসো’না তুমি ষোড়শী বালিকা
রূপবাণে হৃদ টুটে নিভে জ্যোতিশিখা।
নয়নে নয়ন কাড়ে মানেনা বারণ
বাঁকা ঠোঁটে অফুরান স্মিতা আলোড়ন।
সরোবরে ঢেউ তোলে মৃদু কলতান
স্বচ্ছ-সলিলার বুকে দোলে প্রীত প্রাণ।
গগনে তাকালে দেখি অরূণ নীলিমা
মেঘে মেঘে গড়ে উঠে তোমার প্রতিমা।
হয়নি’তো কিছু বলা প্রীতি পরিচয়-
যদি নেমে আসে ঝড় ভাঙে’গো হৃদয়!
অতলে হারিয়ে যাই এই ভেবে ভেবে
মায়াবিনী ষোড়শীর মায়াজালে ডুবে।  
চলে যাবে বহুদূরে আজ নয় কাল
কতোদূরে গেলে বলো ছিড়ে মোহজাল?


২৪১২২০১৫
বঙ্গবন্ধু হল, সাস্ট।