রোজ, রোজ, এই ঘাটে সাগরের তীরে-
পথ চেয়ে বসে থাকি দূরে জলধির;
বেলা যে ফুরিয়ে যায় গোধূলির নীড়ে,
অনাহারী জোড়া চোখ- অপলক, স্থির।
সাক্ষী- অশাখ বিটপ সায়র পবন
সন্ধ্যার আকাশে উড়া জলজ পাখিরা;
সৈকতে বালুকণায় লিখা বিবরণ
আঁধার নামিয়ে আনে- আমি সাথীহারা !


তবুও আশায় জ্বলে হাতের পিদিম
অপরাধ কি আমার- ছিড়লে বাঁধন;
ফিরে এসো সহচর সীমানা সসীম
অভিমানে ভুলে আছো- হয়’না স্মরণ ?
শরতের কথা ছিলো বিলম্ব হবেনা-
শরৎ ফুরিয়ে যায়- আজো’তো এলে’না !


০২০৯২০১৫
টিলাগড়।