এই হাত : তোমার হাত থেকে দূরে সরে এলে
হাতের তৃষ্ণা হয়


এই চোখ : তোমার চোখ থেকে দূরে সরে এলে
চোখের তৃষ্ণা হয়


এই ঠোঁট : তোমার ঠোঁট থেকে দূরে সরে এলে
ঠোঁটের তৃষ্ণা হয়


এই হাত
এই চোখ
এই ঠোঁট
এমনকি এই ক্ষুদ্র লোমকূপ দূরে সরে এলে-
সেও তোমার তৃষ্ণায় মূর্ছে কাতর হয়ে পড়ে।


তুমি আমার আকণ্ঠ জলজতৃষ্ণা
সুনিপুণ আলিঙ্গনের চৌষট্টি কলা
আমি তোমার প্রেমার্ঘ্য পূজারি।
এমন আরতিকে খুলে দাও যুবতি শরীর-
হাতের ওপর স্থাপন করো স্তনপ্রেমী হাত
ঠোঁটের ওপর স্বেদপ্রিয় ঠোঁট;
পরিপাটি করে আলোড়ন তোল চুল থেকে নখে।


অমোঘ বাৎস্যায়ন শ্লোকে পরপর সাজিয়ে রাখো
বারোটি কুঠার-
তোমাকে ধনুকের মতো বাঁকিয়ে রাগমোচনের
ছিলা পরাবো।


২৫০৬২০১৮
প্রফেসর'স লজ।