যতোটা আগ্রহ নিয়ে আমি
কাছে ছুটে যাই,
তোমার বিরাগ -
ততোটাই দূরে ঠেলে দেয়;


তোমাদের অভিধানে আমি
যেন ঔদাসিন্যতার
নতুন আরেক নাম -
অযত্নে বেড়ে ওঠা “প্রেমিক”।


সাগুফতা সেঁজুতি জুঁই
মেডেলিন রৌজ
সালমা আফরিন
রোদ্মিলা ইলোরা, ইসাবেল-


তোমাদের নিয়ে কখনোই
লিখার ছিলোনা !
অথচ, আমাকে
আজ লিখতে হলো। কেননা-


প্রথম স্বামীকে ছেড়ে এসে
রায়ানা জানিয়েছে
একজন কবি -
প্রেমিক হিসেবে ঢের ভালো!


যদি কবিতা লিখতে জানে
শরীরের ভাজে,
চুলের খোঁপায়-
ফুল গুঁজে চুমু এঁকে দেয়।


“সাহস করে বলতে পারেনি
স্বামীর সঙ্গমে
স্ত্রীরা মারা যায়-
তৃষ্ণার বেশি বাঁচতে পারেনা।”


সোহাগী যাহিন, আমি কোন
কারণ জানিনা-
কেন ভালোবাসি,
কেন প্রেমে পড়ি। শুধু জানি-


নারীর শরীরে কবি-চোখ
পড়লেই, নারী
রূপবতী হয়;
পরিপূর্ণ নারী হয়ে উঠে !


তোমার চোখে চোখ রাখলে
যেভাবে জন্ম নেয় প্রেম;
তুমি, আলো হয়ে ফুটো -
কবির প্রার্থনায়, কবিতায় ।


২০০৩২০১৭
প্রফেসর’স লজ।