আজ না’আসিয়ো শ্যাম না’বুঝিও প্রেম-
হারিয়ে গেলে সে হার, দর হাকে হেম।
হয়’তো সেদিন মোর,
ঘাসে ঢাকা রবে গোর,
ভুল করে আসিয়ো’না দেখিতে আমারে,
জাগিবোনা ঘুম-ঘরে নিরালা কবরে।


আজ না’ই সাড়া দাও মোর আহবানে,
না’জড়াও আজ মোর সুর বাঁধা গানে।
ডাকিবে ডাকিবে তুমি,
আমি যে থাকিবো ঘুমি,
সেদিন ফিরিবে তুমি আমারি মতন,
বুঝিবে আমার ব্যথা, কে ছিল রতন।


দরজা খুঁজিবে তুমি বাঁশের খাঁচায়,
প্রয়োজন থাকিবেনা মিছে দুরাশায়।
আমার জীবন ক্ষণে,
খুঁজেছি’গো জনে জনে,
কোথা গেলে দেখা পাবো তোমার স্বরূপ,
দূরে দূরে রেখেছিলে স্বপনে বিলোপ।


যখন সময় ছিল খুঁজেছি তোমারে,
আসো’নি তখন তুমি হারিয়েছো দূরে,
নিরবধি ছুটে রথে,
পাইনি সীমানা পথে,
সমাধি দিয়েছে ধরা বিধান ছাড়াই,
কি লাভ এখন এসে আমি বেঁচে নাই।


যদি খুব মনে পড়ে এই অভাগীরে,
শেষ বিকালের বেলা যেও জলাধারে,
যেথায় আমার চিন,
মুছে নাই, অমলিন
শূন্য নৌকাখানি আজো মাঝিহীন ভাসে,
পাল তোলা হয়নি তা’য় রূপালি বাতাসে।


এপাড়ে থেকো’না আর বাড়িবে জ্বলন,
আমার অভাবে সখা থামেনা চলন,
গোধূলির জলাধার,
নাওখানি উপহার,
নিয়ে যেও সাথে করে ফিরিবে যখন,
নীড়ে ফিরে মুছে দিও রেখোনা স্মরণ।


বেঁচে থেকো চিরকাল কবিদের বুকে,
ফুল হয়ে ফুটো রোজ প্রেমের মোড়কে।
বিরহের নোনাজল,
মিলনের কোলাহল,
সমানে ধরিও দুই করিয়ো’না দেড়,
মিলন বিরহ মিলেই খসড়া প্রেমের।


২৯০৮২০১৫
টিলাগড়।