জীবন ভরে তোমায় পেতে
আমার কি’গো সাধ ছিলো না?
এতোই দূরে হারিয়ে গেলে
অকূল পাথার কূল মিলেনা-
আমার করে তোমায় পেতে
আমার কি’গো সাধা ছিলো না?


তুমি তোমরা স্বপ্ন সাজাও
জোয়ার এলে নৌকা ভাসাও
নোঙর ফেলো সাগর তটে
আমার কূলে ঢেউ থামেনা-
চরের বুকে ঘর বাঁধিবো
আমার কি’গো সাধ ছিলো না?


হাটছো দূরে সাগর তটে
হাত জুড়েছো হাতের গিঁটে
তোমার হাতের ছোঁয়া নেবো
পোঁড়া কপালো ভাগ হলো’না-
তোমার হাতের ছোঁয়া পেতে
আমার কি’গো সাধ ছিলো না?


রাতের কোলে জোছনা দেখো
গতর জুড়ে জোছনা মাখো
নিবিড় সুখে রাত্তির কাটে
আমার একা রাত কাটেনা-
তোমার সাথে রাত কাটাবো
আমার কি’গো সাধ ছিলো না?


বাসর সাজাও ফুলে ফুলে
রতির তালে কুটির দোলে
শিশির ঝরে কুসুম ফুটে
সুখে উথাল মিল-মোহনা-
অমন করে তোমায় পেতে
আমার কি’গো সাধ ছিলো না?


এখন আমি কেমন আছি
তোমায় ছাড়া কেমনে বাঁচি
বলতে পারো, ঠিক তেমনি
ঢেউয়ের জলে ভাসা ফেনা-
তোমার করে নিবে আমায়
আমার কি’গো সাধ ছিলো না?


২৭০২২০১৬
প্রফেসর’স লজ।