অন্ধকার চেপে ধরছে ফাল্গুনের রাত
রজনীগন্ধা আলো আনবে বলে
শীতের পারিজাতকে ভাসিয়ে দিয়েছি জলে
সেই জলেই এখন জ্বলতে থাকে প্রেম,

পোয়াতি পূর্নিমার লোভে সমুদ্রের প্রেমকে
আঁকড়ে থাকে ঝিনুক দম্পতি, ঢেউয়ে ঢেউয়ে
চলতে থাকে দুঃসময়ের জাহাজ,

আমি নদী আঁকি নৌকা আঁকি, সময় গড়ে
জলরঙের সংসার,
চোখে নামে রাত, যত‌ই আলো জ্বালি তবুও নেভে না আঁধার,

হৃদয়ের খোলস ভাঙতে থাকে,
ভাঙতে ভাঙতে দেখা পাই  প্রাচীন হৃদয়ে মৃতদের বাস।



০৪ মার্চ ২০২২