আকাশ পানে সাদা তুলোর ঝাঁক,
নিজ হাতে সরিয়ে দাও তুমি।
জীবিত করে তোলো সবুজ ঘাস গুলোকে,
আলতো রোদের ছোঁয়ায়।
সবুজ হয়ে উঠুক ভূবন, সতেজ হয়ে যাক।
তারপর চলো হারিয়ে যাই,
ওই সবুজের মাঝে।
যেথায় প্রান বেঁচে থাকে ভালবাসায়।
ঝিরি ঝিরি বৃষ্টি হবে,
জল রবে ঘাসের মাথায়।
না না, বৃষ্টিতে ভিজবো না।
ঘাসের মাথার ওই জলগুলো শুধু তোমার মুখে ছিটিয়ে দেবো।
তুমি লাজে হবে লাল।
আকাশের ওই নীল দিয়ে তোমার কপালে টিপ পরিয়ে দেবো।
সারাটাক্ষন মাতাল হয়ে রবো,
তোমার ওই সৌন্দর্যের মাঝে।
ঘড়ে ফিরবো দুজন একসাথে,
সূর্য ডোবা সাঝে।