সাদা বকের দেশে যাইতে-
চড়িলাম ডিঙি নায়।
হায়রে কপাল! ডিঙি ঠেকিলো,
ভাসান চরের গাঁয়।
মাটির কলসি কাঁখে লইয়া-
গাঁয়ের কইন্যা যায়।
কি অপরূপ চলন তাহার!
আলতা দেওয়া পায়।
খানিক পরে সেই কইন্যা,
আসিলো বঁধু বেশে।
স্নিগ্ধ বদনে স্বাগত জানাইলো,
ভাসান চরের দেশে।
অপূর্ব তাহার রুপখানি হায়!
ঢেউ খেলানো কেশে।
তাহার পিছু ছুটিয়া চলছি,
অজানা কোনো রেশে।
ছুটিয়া চলছি,ছুটিয়া চলছি।
তাহার পিছু-পিছু।
কত বাঁধা আসিলো পথে।
ধার ধারি কি কিছু!
কখন যানি নামিলো আঁধার।
উধাও গাঁয়ের বঁধু।
পথহারা হইলাম আমি।
চক্ষে দেখি ধূঁধূঁ!
কতজনার হাত ধরিলাম।
পড়িলাম কত পায়।
নিষ্ঠুর হইয়া- নীরব সবে।
পথ নাহি দেখায়।
অন্ধকারে, আলো লইয়া হাতে-
দাঁড়াইলো একজনে।
সকল দূঃখ উবে গেল মোর
শক্তি আসিলো মনে।
বদন পানে তাকাইয়া দেখি,
এযে, আমার মায়।
স্বর্গ আসিয়া সেজদা দিলো,
আমার মায়ের পায়!
কভু কইন্যা, কভু বঁধু
কভু হয় মাতা।
নারীরে যেন কত রুপে,
গড়িয়াছে বিধাতা!