তুমি কি কখনো দেখেছো, বেদনা ভেজা চোখ?
তুমি কখনো শুনেছো, আনন্দ ক্রন্দনে শোক?
ভোরের ওই স্নিগ্ধ বাতাসের, মাঝে বয় হতাশা!
ব্যাথাতুর মন তার, চুরমার কিছু আশা।
কিছু চিৎকার, হয় শব্দহীন।
কখনো দেহটা, হয় প্রান বিহীন।
ও তুমি বুঝবে না!
অনেক হাসির মাঝেও থাকে, অতৃপ্ত কান্না।
বিস্বাদ হয় প্রিয় খাবার, রাজ ভোগের রান্না।
পরাজয়ের মাঝে সে, খোঁজে অজস্র সুখ।
তুমি কি তাকে প্রশ্ন করেছো? কেন ঝাঁজরা বুক?
তোমার কিসের এতো তেষ্টা?
বুলেটহীন পিস্তল নিয়ে, আত্মহুঁতির চেষ্টা।
ও তুমি বুঝবে না।
আগুনের ওই সাগরে আজ, বিচরন  খালি পায়।
আগুন ছাড়াই দাউ-দাউ করে, হৃদয় পুড়ে যায়।
সব কিছু থাকার পরেও, জীবন কখনো নিঃস্ব!
প্রানবন্ত দেহ কখনো হয়, জ্বলন্ত জীবাস্ম।
অনেক ছন্দ থাকার পরেও, জীবন হারায় তাল।
মাংশে ভরা শরীরটা কখনো, হয়ে ওঠে কঙ্কাল।