এই শহরের প্রতিটি কোনায়, প্রতিটি
কানাচে আলো জ্বলে?
কোথায় আলো? কোথায় আলো?
বেঁচেতো আছি আঁধার নিয়ে।
আঁধার আমায় আপন করেছে,
আলো করেছে পর।
তাইতো আলো ফিরিয়ে দিলাম,
আঁধারেই মোর ঘর।
খুঁজেছি আলো- পাইনি কভু,
দেয়নি ধরা আমার কাছে।
শূন্যতা বুঝি আঁধার সেজে,
টেনে নিল হৃদয় মাঝে।
যে আমায় পর করেছে,
কিভাবে আপন করবো তারে?
স্বপ্ন আশা ছিলো যত,
ডুবিয়ে দিলাম এই আঁধারে!
এবার আমায় ফিরতে হবে,
নাফেরার ওই ঘুমের দেশে!
শূন্যতা ভরা এই আঁধারে,
কতকাল আর রইবো ভেসে?
বিদায় বন্ধু-বিদায় আলো,
চলছি তোকে ভালবেসে।
অনন্ত আলো পেতেই এবার,
নয়ন জুড়িয়ে মুদবো হেসে!