আলগোছে ভাবি বসে ফেলে আসা দিন
বয়সের ভারে বাড়ে সময়ের ঋণ,
জীবনের ঘটি- বাটি হলো বুঝি চূর্ণ
খোয়াবের ঘড়া হায় রইল অপূর্ণ।
কাদা-মাটির না হয়ে, ফুল পাখি হলে
কপালের বলিরেখা যেত ধুয়ে জলে।
অথবা হতাম যদি কোনো প্রজাপতি
ফুলে ফলে ঘুরে ফিরে হারাতাম গতি।
মানবের বেশে কেনো দিলে মোরে গড়ে
হিসাবের দানাগুলো হাত গলে পড়ে।
কেমনে দিব যে পাড়ি আখেরের ঘাট
কোন তীরে হবে ইতি জীবনের পাঠ।
যায় যায় দিন বলে কে যেন চ্যাঁচায়
মিল খুঁজে ঠিক পাই হুতুম প্যাঁচায়।