নে হয় যেন এই তো সেদিন
পেরিয়ে গেছে দুই যুগ
হারিয়ে গেছে কত সহপাঠী
খালি করে গেছে বুক।


বিদ্যালয়েতে যাদের সাথে
কেটেছে পাঁচটি বছর
টিফিনের ছুটিতে গল্প গুজব
কত ছিলো খেলার আসর।


কত মমতা কত ভালোবাসা
কত ছিল যে খুনসুটি
পড়ার ফাঁকে গল্পের মাঝে
হেঁসে হতাম কুটিকুটি।


ক্লাস ফাঁকিতে ছিলাম পটু বটে
আড্ডাতে ছিলাম মসগুল
আফসোস করি ভেবে আজ তাই
কি করেছি তখন ভূল।


শাসন ছিলো বড়ই কড়া
কেউ করলে বড় ভূল
জোড়া বেত ভেঙ্গে তালুতে
দিতে হতো তার মাশুল।
মেট্রিক শেষে কান্না হেঁসে
একে একে গেছে সরে
কারো বা জীবন থমকে গিয়ে
চেপে বসেছে সংসারে।


জীবনের লাগি কেউ গেছে ভাগি
হয়নি আর পড়া লেখা
কত জনের সাথে এতটি বছরেও
এক বারেও হয়নি দেখা।


সময়ের সাথে বয়স বেড়েছে
পেকে গেছে চুল দাড়ি
কেউ বা ছুটেছে মমতা ছেড়ে
জমিয়েছে বিদেশ পাড়ি।


সাইদ, মজনু, আশোরা,রিপন
পাড়ি দিয়েছে খোদার ডাকে
বিধাতার নিকট প্রার্থনা করি
জান্নাতে যেন তারা থাকে।


কত প্রানের শিক্ষক গুরুজন
হারিয়ে গেছে চিরতরে
তাদের প্রতি বিনম্র শ্রোদ্ধা  
দোয়া করি প্রান ভরে।


এক কাল পরে দেখা হলে বন্ধু
বুকে দিও মোরে ঠাঁই
ক্ষমা করে দিও জীবনের তরে
আর যদি দেখা না পাই।