তুমি আমার ভালোবাসার সেই ছোট্ট মণি,
ভুলিব কেমনে তোমার ঐ মায়াবী আঁখি চাহনাি!


অদ্য ভাসিল আমার এ ক্ষুদ্র ধরা
শুন্য মরমের অবারিত ক্রন্দন রোলে,
যেন আসিল এমনি আঁধার
যেন লেখা ছিল মোর ভালে।


আমি ক্লান্ত মনে শ্রান্ত হিয়ায়
খুজেছি তোমায়,খুজেছি লোকের ভিড়ে,
রিক্ত হৃদয়ে ছুটেছি পাগল বেশে পথ প্রান্তরে।


তুমি আমার ভালোবাসার অমূল্য শিরোমণি,
তোমার তরে পথ চেয়ে রই
কত সন্ধ্যে সকাল,অসংখ্য রজনী।


সবকিছু লইয়া তুমি রেখে গেলে স্মৃতি,
এ কেমন ভালোবাসা এ কেমন প্রীতি!


তুমি ছিলে মোর দুঃখী লগনের
পুলকিত গানের তান,
ছিলে তুমি চঞ্চলমতি গল্পকথকের কবি
রহিবে চিরদিন তুমি এ হৃদয়ে অম্লান।


আরজি তোমার পানে ওগো সোনা,
ফিরে এসো এই ছোট্ট কুঁড়ে ঘরে,
তোমার হাঁসিতে জোছনা ছড়িবে
এই আঁধারিত অন্তরে।