চির নিদ্রায় শায়িত, বাঙলার জমিনে
ভাষা শহীদদের দেহখানি; ধুলোয় মিশে একাকার,
সুরম্য প্রাসাদ-অট্টালিকায় বসবাস আমাদের সবার।
ওরা আসবেনা কভু আমাদের তরে,
একমুঠো অন্ন কিংবা এক চিলতে ভূ-খন্ড নিতে,
চাইবেনা কখনো এক টুকরো বস্ত্র দিতে।
তাঁদের প্রাণের বিনিময়ে অর্জিত মায়ের ভাষাকে
অসম্মান করো না। আকৃষ্ট হয়ো না ভিনদেশী ভাষায়,
তোমরা কথা বল মায়ের ভাষা বাঙলায়।