ভাবনাটা নয় মন্দ; হব আমি কবি,
ছন্দ বিনে শব্দমালা নিত্য লিখি সবি।
ছন্দ ছাড়া কাব্য হয়! নিজ মনে দ্বন্ধ,
প্রতিবেশীর ঠাট্টায় কাব্য চর্চা বন্ধ।
কাব্য চর্চা ভেস্তে গেল, শুরু করি গল্প
নষ্টামেয়ে পরীবালা তাকে নিয়ে কল্প।
হস্ত চলে নিতুই, কবি হৃদয় সাজে...
ফলাফল শূণ্যে আসে; নাহি মরি লাজে!


লিখব সনেট ভাবি, তবু হব কবি
মাইকেল-পের্ত্রাকা’র পাঠ করি সবি।
সনেটীয় ভূত ঘাড়ে; উথাল পাথাল,
ছন্দ-মাত্রা, শব্দ চয়ন সবি বেতাল।
নীড়ের পাখি ফিরে, সন্ধ্যা নামে ধরায়
কবি হওয়ার স্বপ্ন আঁধারে গড়ায়!