উথাল-পাথাল মেঘের ভেলা
ডাকছে দে’যা ধরায়,
ঝুম ঝুম ঝুম ঝরছে বৃষ্টি
মাটির সাথে গড়ায়।


অবুঝ মনের রঙিন নেশা
কিশোর সকল মিলে,
নয়া দিঘির শীতল জলে
জল ছিটানো খেলে।


জলের ছলে কলসী কাঁখে
কৃষাণ মেয়ে ঘর ছাড়ে,
উথলে উঠে পরান খানি
বৃষ্টি জলে স্নান করে।


হৃদয় বীণায় সুর উঠে আজ
চোখের নেশায় ঘোর,
মনের বনিক পথ ভুলিয়ে
হারিয়ে যাবে দুর।