ট্রেন চড়ে লোক ভিড়ে
সিট নাই বসি কই?
চারিদিকে রব উঠে
শুধু হৈচৈ।


বর্ষায় বৃষ্টি বাদল
নদী-নালা থৈথৈ,
জেলেরা ধরে মাছ
করে হৈচৈ।


পৌষ মাসে ঘরে ঘরে
পিঠা-চিড়া খৈ,
খাওয়ার ধুম পড়ে য়ায়
যেন হৈচৈ।


দিঘির জলে রুই-কাৎলা
সাথে আছে কৈ,
মনের সুখে ঘুরে ফিরে
নাচে হৈচৈ।


মৌচাক-পালিকা, নিউ মার্কেটে
সেলস্ ম্যান অথই,
কেনাকাটায় সুখ নেই
সবি হৈচৈ।


এত বড় ঢাকা শহর
জায়গা থাক যতই,
গাড়ি-বাড়ি সবি আছে
তবু হৈচৈ।


চাকরির ইন্টারভিউ দিতে
যাওয়া হয় কতই,
হয়না চাকরিটা কভু
আছে হৈচৈ।


চেয়ারম্যান-মেম্বার, গ্রামের মোড়ল
কিছুই আমি নই,
সকল কাজে পাওয়া যাবে
করি হৈচৈ।