আপন মনে রোজ সকালে মাঠপানে কে ধায়?
ওরা সবাই কৃষাণ ছেলে, থাকে পাড়া গাঁয়।
গরু-মহিষ, লাঙ্গল-জোয়াল নিয়ে চলে মাঠে,
ভাল ফসল পাবার আশে সারাটা দিন খাটে।
বর্ষা এলে বৃষ্টি ভিজে, গ্রীস্মে রোদে পুড়ে,
ফসল ফলায় কৃষাণ ছেলে পুরো মাঠ জুড়ে।
সকাল-দুপুর সন্ধ্যাবেলা আপন কাজে ব্যস্ত,
সোনার ফসল ঘরে পেয়ে কৃষাণ ছেলে তুষ্ট।
মোটা কাপড় মোটা ভাত ওরা যদি পায়,
গাড়ি-বাড়ী, টাকা-কড়ি এসব নাহি চায়।
স্কুল কলেজে যায় না ওরা, মাঠে মাঠে ঘুরে,
আপন মনে গান গেয়ে যায় বাঁশির সুরেসুরে।
হিংসা-বিদ্ধেষ, লোভ-লালসা তাদের মাঝে নাই,
ন্যায় পরায়ণ সত্যবাদী কৃষাণ ছেলে তাই।
ওরা সহজ, ওরা সরল, জীবন ওদের ধন্য,
খেটেখুটে সারা বছর যোগাড় করে অন্ন।
সাদাসিদে জীবন যাপন করে অনেক কষ্ট,
আমার দেশের কৃষাণ ছেলে সবার চেয়ে শ্রেষ্ঠ।