স্বাধীনতা স্বাধীনতা বারেক ফিরে চাও!
বাঙলা মায়ের ইজ্জত নিয়ে কোথায় চলে যাও?
তোমার জন্য বাঙলার মানুষ করেছে কত কষ্ট,
প্রাণ দিয়েছে যুদ্ধে যাঁরা শহীদ-বীরশ্রেষ্ঠ।
ত্রিশ লক্ষ বাঙলী বীর যুদ্ধে হল খুন,
তোমায় আনতে ইজ্জত দিল, দুই লক্ষ মা-বোন।
ছাত্র-শিক্ষক ডাক্তার সহ প্রাণ দিয়েছে কত,
কৃষক-শ্রমিক জেলে-মজুর পঙ্গু শতশত।
অ-মানষিক অত্যাচারে দৃঢ় ছিল, পাক সেনাদের হাত
বাঙলা মায়ের সন্ত্বানেরা করল প্রতিবাদ।
দামাল ছেলে গর্জে বলে- "বাঙলা তুমি কার?"
অত্যাচারী পাক সেনারা সেদিন মেনে নিল হার।
একে একে নয়টি মাস যুদ্ধ হয়ে যায়,
বীর বাঙালীর রঙিন স্বপ্ন "স্বাধীনতা" পায়।
বীর শহীদের কাছে মোরা সবাই হলাম ঋণী,
"কথা দাও স্বাধীনতা" থাকবে চির দিনই।