গায়ে খাটে রাত-দিন
যাতনায় সীমাহীন,
বাড়ি ফেরে রাত বারো ছাড়িয়ে।
মাস-দিন, যায় বছর
তবু ওরা হয় পর,
সব যেন নিতে চায় কাড়িয়ে।


শ্রমিকের শ্রমে-ঘামে
গাড়ি-বাড়ি চড়া দামে,
মঙ্গলের আবাসনে স্বপ্নটা বুনে!
ধন-রত্ন হউক যত
নিত্য চাই আরো তত!
শ্রমিকের আর্তনাদ কভু নাহি শুনে।


“মে দিবস” এলে পরে
শ্রমিককে মনে পড়ে,
ফেস্টুন-ব্যানারে রাজপথ ভরিয়ে;
মুখে কত বুলি উড়ে
শ্রমিকের প্রাণ পুড়ে!
অমূল্য বাণী সব দেয় যেন ছড়িয়ে।