যদু-মধু সিঁদেল চুর
নেইযে তাদের শরম,
রাত বিরাতে স্বাধীন ব্যবসা
তেল মেখে গা গরম!


গাঁয়ের পথে রোজ পাহারায়
শ্যামলাল চৌকিদার,
বখরার টাকা ফাঁকি দিলে
পায়না কভু পার।


মদু বেরোয় নিত্য কাজে
ঘরে নববধু,
“আজকের রাতে যেওনা গো”
পিছন ডাকে কাদু।


“হিরে-মানিক, জহর নিয়ে
আসব তড়িৎ ঘরে,
ভয় নেই লক্ষী সোনা
ঘুমাও রাত্রি ভরে।”


গহীন রাতে শূণ্য হাতে
মদু বাড়ি ফিরে,
হৃদয় তাহার ঢুকরে কাঁদে
ঘরটি শূণ্য পড়ে।


চুরের ঘরে হয়না চুরি
একথাটি সত্যি নয়,
সুযোগ বুঝে চুরের ঘরের
বউটি চুরি হয়!


(অম্বর রায় রচিত “চুর” নাটকের ছায়াবলম্বনে)