কেমন জানি গুমট সময়
অন্ধকার চারপাশ
মেঘেদের ঘনঘটা আকাশময়
খনে খনে বিদ্যুৎ চমকানোর শব্দ
আলোর ঝলকানি,
উচ্ছাসিত কন্ঠস্বর চেপে রাখা
মিছিলে ভীতু চোখ
গুলিবিদ্ধ তরুন
প্রতিবাদহীন প্রস্থান
কিংবা অঙ্গহানি।


মরে যাচ্ছে
মেরে যাচ্ছে
পুড়ে যাচ্ছে
কিংবা পোড়াচ্ছে
তবু শেষ হচ্ছে না খেলা,
নড়ে উঠছে সবাই
থামিয়ে দিচ্ছে
থেমে যাচ্ছে
বুকের ভেতর কষ্ঠ বাড়ছে
তবু ফুরোচ্ছেনা বেলা।


অন্তরালে অন্তরগুলো
বধির হচ্ছে রোজ
চিৎকার বাড়ছে
চেচামেচি বাড়ছে
হারছে কেবল সভ্যতা,
গ্রেপ্তার হচ্ছে
জেলখানা ভরছে
আবার কেউ কেউ গুম হচ্ছে
লাশ মিলছে নদী কোলে
হারিয়ে যাচ্ছে নাব্যতা।


স্বপ্ন দেখি
এখনো রোজ
সবাই নিচ্ছি সবার খোঁজ
নিখোঁদের খোজ মিলেছে
সবাই আছে ভালো,
অবসান হয়েছে দুঃসময়টার
পালিয়েছে মেঘ কালো
সবাই জেগেছে একসাথে
আধার কেটেছে আলো।