যে কবিতাটি কখনো লেখা হবেনা,
কোন কবির সুনিপুন আচড়ে জেগে উঠবে না সূর্যালোক হয়ে,
প্রত্যাশিত আভা চোখে নিয়ে পড়বে না কেউ
সংবাদপত্রে, সাময়িকীতে অথবা কোন দেয়াল লিখনীতে,
যে কবিতাকে নিয়ে লেখা হবে না কোন সারাংশ,সারমর্ম,
বিজ্ঞজনেরা হবেনা আপ্লুত,দেবেনা আবেশসিক্ত দ্রষ্টব্য,
আরক্তিম অভিব্যক্তি নিয়ে ব্যাখা দেবে না কোন প্রেমিক,বিপ্লবী কিংবা শিক্ষক,


সে কবিতা একদিন হয়ে উঠবে নিঃশ্বাসের প্রতীক
দেখা দেবে প্রতিটি মানুষের রক্তের স্পন্দন হয়ে,
সংশয়বাদী হৃদয় অকুস্থলে ধারন করবে সে কবিতা,
অস্পর্শিত মেঘদূতের কান্নার মত সে কবিতা
ছড়িয়ে যাবে সর্বত্র,হিমাদ্রী শেখর থেকে নীলাচল
সে কবিতাই হবে আমাদের বিমূর্ত দিনলিপির প্রগাঢ় উৎসব।