প্রেমের পাশেই বসত গেড়ে আছে
বানপ্রস্থের দ্বিতীয় বৈশাখের উচ্ছ্বাস,
প্রতি ভোরে তার বিদুষী প্রজাপতি ডানা
আলতো করে কড়া নেড়ে যায় স্বপ্নের ঘরে
জীবনাবৃত্তের প্রতিটি হৃদয়ঙ্গম মগ্নতা,
      আর কল্যাণীয়েষুর ভালবাসা-
অতঃপর তেপান্তরের হাতছানিতে বিলিন হয়ে যায়
যাবতীয় দুঃখের আড়ালগুলো একত্রিত হলে,
আমি চলে যাব ভ্রুপল্লবের শিখরে
হয়ত দেখা হবেনা বহুদিন-
তবু প্রগাঢ়তার উপমা থেকে যাবে আমৃত্যু
যদি কখনো ঐশীগুণ শক্তিতে মিলিত হই আবার,
দেখা হলে আবডাল মুছে দেব সকল
ফিকে হয়ে যাবে গ্লানিত আধারের নীলিমা
জানি সেদিন হারিয়ে যাবে অনেক কিছুই
আমার উত্তরীয় হাওয়ার স্নিগ্ধ আক্ষেপ,
বর্ষার দিনলিপির বিস্মৃত উন্মাদনা
রয়ে যাবে কিছু ম্লান হাওয়ার নিরাশ্রয়
ধ্বনি-প্রতিধ্বনির পেখমে হৃদয়ের উৎসব।