জন্মান্তরের আবৃত্তে এভাবেই কেটে যায় সহস্র বছর
উৎসবে-উচ্ছাসে বাড়ে মানব বয়স,
সম্পূরক পৃথিবীতে নিরাশ্রয়ী আবেশ খোঁজে অনেকেই,
কেউ কেউ খোঁজে নেয় মনােসরণির উল্টোস্রোত
হৃদয়ের ভেতর বেড়ে চলে স্মৃতির বোঝা,
জীবন যায় চলে বিষন্ন আকাশের রুদ্রঝড়ে
বিমূঢ় বসন্তে প্রাণে জাগে প্রগাঢ়তার ঢেউ,
নিরঙ্কুশ লােকজ ভালবাসা ছাড়িয়ে অবাধ্য মন
অসমাপ্ত মহাকাব্যের অম্লান নির্ঘণ্ট
জানিয়ে দেয় উৎসারিত উল্লাসে,
চিরন্তন সুখের উৎস তোমার মাঝেই ৷