আমরা যারা উপদ্রুত স্বপ্নের আশ্বাসে কাটিয়েছি নির্মীলিত রাত,
গভীর আধার ছুঁয়ে গেছে যাদের বিষণ্ণ প্রান্তর
ঝকমকে প্রেমের কবিতায় প্রতিশ্রত আমরা,
ঘাসফড়িঙ ভালবাসায় হয়েছি প্রতিজ্ঞাবদ্ধ


পৃথিবীর এই চরম দুঃসময়ে,
সীমান্তের বাটোয়ারার কাটাতার উচ্ছেদ করে
আমরা হব রক্ষাকল্প অবিসংবাদী অনুচর
মানব দুঃখের চরম আভা অনুসন্ধান করে
শুভ্র আলোয় আমরা করব মিথ্যার সৃষ্টিবিনাশ
গৃহহীন অবিশ্রান্ত কান্নার চিরতর উদ্ভাবন
আর মৃত্যর সুতীব্র ক্ষুধার প্রগাঢ় চাহিদা ভেঙে
আমরা হব আশ্রয়দাতা দ্রষ্টব্য মেঘদল,
গোধূলীর আলো নীলচে দিগন্তে অস্তমিত হলে
আমরা হব জগতের দিনলিপির আকাঙ্ক্ষিত মহামানব।