শুন্য হৃদয়ে অলস দুপুরে
নিঃস্বঙ্গ ঘরে জানালার ধারে
মনে পড়ে যায় তারে —
"না ডাকিলে যারে পাওয়া যায়"।
— সে কখন এসেছে?


না ডাকিতেই রবি ঠাকুর পেয়েছিলেন যারে
তাঁর কবিতা, গানে, ছন্দে, সুরে।
— সে কখন এসেছে?


তরী নিয়ে পানি পথে
তীর যখন দিগন্তে রবে,
বাতাস হঠাত জোরে ব'বে।
তখন, মনে পড়ে যায় তারে —
"না ডাকিলে যারে পাওয়া যায়"।
— সে কখন এসেছে?


বালিয়াড়ি পায়ে ঠেলে,
বহুদূর পথ চলে,
তেষ্টাই বুক জ্বলে।
তখন, মনে পড়ে যায় তারে —
"না ডাকিলে যারে পাওয়া যায়"।
— সে কখন এসেছে?