আমরা মুসলিম, ওরা হিন্দু;
আমরা হিন্দু, ওরা মুসলিম;
- কেন এই ভেদা ভেদ?


আমরা বাঙালী, ওরা অবাঙালী;
ওরা বিদেশী, আমরা স্বদেশী;
- কেন এই ভেদা ভেদ?


আমরা ফর্সা, ওরা কালো;
ওরা শ্বেতী, আমরা কৃষ্ণবর্ণ;
- কেন এই ভেদা ভেদ?


আমরা উচু, ওরা নীচু;
ওরা উচ্চ, আমরা নিম্ন;
- কেন এই ভেদা ভেদ?


আমরা ধনী, ওরা দরিদ্র;
ওরা বড়লোক, আমরা গরিব;
- কেন এই ভেদা ভেদ?


আমরা-ওরা সবাই মানুষ,
নেইকো কোনো ভেদা ভেদ;
কেউ ভালো, কেউ মন্দ,
এই যা আছে ভেদ অভেদ।