বলো'না বিদায় কখনো  ;  আসতে পারি ফিরে
ক্লান্ত সারস রূপে কোনো -- কাঁড়ানদীর তীরে ।


নিদ্রা ভেঙ্গে দেখবে হঠাৎ  -- শু'য়ে তোমার পাশে
লোকান্তরিত আমি এই  ; মিশে তোমার শ্বাসে।


উড়ে বেড়ায় আঁচল তোমার,   যে বাতাসের ছোঁয়া'য়
সেই বাতাস অামি অস্পর্শী -- সাজানো অধরায়।


রক্তের হিমোগ্লোবিন হ'য়ে,  ছুটে যাই তোমাতে
ব্যর্থ মরণ ; ব্যর্থ সবাই -- ব্যর্থ কেউ থামাতে।


তোমাতে বেঁচে রই আমি -- তোমার তুমি হ'য়ে
তোমার-ই অপেক্ষায় স্বর্গে -- ভালবাসা ল'য়ে।




--
(১৮ : ০৮ : ২০১৫। খালিশপুর, খুলনা)