তুমায় দেখবো বলে
আমি পাড়ি দিয়েছি কতো উত্তাল তরঙ্গ
হেটেছি অনেক পথ
কতো মাঠ দিয়েছি পাড়ি  যেমনটি বিহঙ্গ।


তবুও হইনি ঢিলে
চলি আমি  অদম্য বন জংগল অংগার
অদম্য নাছোড় আমি
ভুলে যাই দুর্নাম অতি অবজ্ঞা বারবার।


দু:খ ক্লেশ যতো
মধ্য-রাত বিকেল কিংবা দুপুরের হাওয়ায়
কষ্ট পাইনা আর
এক ঢুকে মিটাই তৃষা পিরিতের পেয়ালায়।