নিষিদ্ধ রাত ওদিকে দেখো-না প্রিয়-হে
উতলা হইয়ো-না কামিনীর গন্ধে,
কতোশত ঢেউ উতলা উঠায় হৃদয়ে  
অবুঝ উম্মাদ নাও-তুমি প্রবোধে ।


শরাবের কতো পেয়ালা শুন্য করবে
নেশার খোয়াবের ঘুমঘুম আঁখিতে ,
শহরের কন্যা অল্প বসনা মধুতে
গুনো-না লাল-নীল দেহেরও বেদীতে ।


নূপুরের ঝুন-ঝুনানি পায়ের ধ্বনি
নর্তকী ললনার কোমরের দোলেতে ,
মজিও-না তুমি যেওনা মাতাল ওদিকে
ফুরায় নিশীথিনী ফিরে-এসো ঘরেতে ।