গোলক ধাঁধাঁর গোলকে পড়ে
ভুলে গেছি আমি আমায়,
এখানে বসেরে কিসের মোহে
কেউ হাসে কেউ কোকায়।


রুদ্ধ বুকেতে কিসের সুখে
কে-বা গাঁথে  জুঁই বকুল,
কান্না-হাসির বাজার দরে
লোভী হয়ে খুই দু'কুল।


নানান রঙের রঙ্গ রসে
ফাদে পড়ি মন হরষে
কিসের আশায় শুন্য পথে
ধুকে ধুকে মরি বেহুঁশে।  


তবুও বুঝিনা গোলক ধাঁধাঁ
মনে বাধে প্রেম লালসা
অন্ধ মনেতে মায়ার রসে
ভুলি নিজে তাঁর ভরসা।