দেয়াল-
সে-তো বন্ধনের মাঝে
রেখাটানা ছিন্নতার ইতিহাস ,
কোন এক সরল পথের পরিসমাপ্তি  
কোন সূচনার নির্মম পরিহাস।


দেয়াল-
চড়ুই পাখির নীড় ভেঙে
যেন ইট পাথরের দালান ,
সে-যে ভালোবাসার তরী
আজ ধূ ধূ মরু শ্মশান ।


দেয়াল-
মুগ্ধ-স্নিগ্ধ রাতের নিরবতা ভেঙে
অমানিশার বৈশাখী ঝড়,
স্বপ্নের বাঁকে থেমে যাওয়া মুহুর্ত যেন
বিষাদের বেদনার কষ্টের ঘর।