মাগো আমায় ছেড়ে থাকিস সুখে ,  
লুকিয়ে থাকিস তারার বুকে  ,
আমি ধূলায় পরে রবো  
নাওয়া খাওয়া শিকেয় তুলে  
বুকের বেথায় দুচোখ জ্বলে
অশ্রু চোখেই সুকিয়ে যাবে
দেখিস মা তুই আপন সুখে ,
মাগো আমিই বা তোর কে ?
জন্ম দিয়েই হারিয়ে গেলি ,
আমায় ছেড়ে পালিয়ে গেলি
দূর আকাশের বুকে ,
কেমন আছি দেখিস না তুই  
মাগো আমিই বা তোর কে?
বিমাতার অত্যাচারে
জীবন কাটে অনাদ্যরে
আমার কষ্ট ছোট্ট বুকে
দেখিস মা তুই মহাসুখে ,
আমার কষ্ট বুঝবে বা কে ?
মাগো আমিই বা তোর কে ?
তারার মাঝে লুকিয়ে থেকে
কেমন থাকিস মহা সুখে ?
তোর খোকাকে  কেও
রাখেনি মা,
স্নেহের কোমল বুকে ।
জীবন কাটে জনম দুখে
অনাদরে ধুঁকে ধুঁকে
মাগো কেমন করে থাকিশ রে তুই  
আমায় একলা রেখে ?
মাগো জল আসে না
তোর  চোখে ?
মাগো আমিই বা তোর কে?
বলনা মাগো
আমিইবা তোর  কে ?
আশিস না তুই আমার প্রানে ।
থাকিস সুখে আপন মনে
অনাদরে অবহেলায়
ক্ষুধা পেটে শীর্ণ দেহে
আমি ধূলায় পরে রবো ।
মা তুই দেখিস চেয়ে চেয়ে ।
মাগো আমিই বা তোর কে ?