রাতের তারারা কি বুঝেছিল?
আমার মনের কথা ?
নদীর ধারারা, বনের পাখিরাও কি বোঝেনি
আমার মনের ব্যথা?
তুমিও কি বোঝনি প্রিয়া ?
আমার নীরবতা
আমার মনের কথা?
কেও বোঝেনি , কেও কোনদিন আর বুঝবেনা
তুমিও বুঝলেনা প্রানের পড়শি ?
আমার সুখ- দুঃখ , কান্না ,বেদনা ,হাসি
সব , সবি ছিলে শুধু ,শুধুই তুমি!
তবুও তুমি বুঝলেনা প্রিয়া?
তুমি বুঝলেনা প্রিয়া?
আমার হৃদয়ের , ব্যাকুল চোখের ভাষা
আমার একবুক ভালবাসা
আমার আজন্ম লালিত আশা
তবুও তুমি বুঝলেনা প্রিয়া
তবুও বুঝলেনা ?
আমিও বিষণ্ণ অভিমানে নীরব রবো
আমার চারিদিকে এখন শুধু
অসীম অনন্ত সীমাহীন নীরবতা ।